Shopping Guide

অনলাইনে জেনে ও বুজে অর্ডার করলে খতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা খুবই কম। আপনশপ ডটকম কাস্টমারদের শপিং নিরাপত্তার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে। নিছে কিছু টিপস ও গাইড লাইন দেয়া হলো নিরাপদে শপিং করার ক্ষেত্রে যা অনুসরণ করতে পারেন ।

প্রোডাক্ট দেখে বুজে অর্ডার করবেন । ছবি দেখে প্রোডাক্ট সম্পর্কে ধারনা নিবেন । অগ্রিম প্রেমেন্ট করতে চাইলে আপনশপ ডটকমের বিকাশে অথবা নগদ নাম্বারে ( 01688701467) পেমেন্ট করতে পারেন । ক্যাশ অন ডেলিভারি ক্ষেত্রে ডেলিভারি চার্জ আগে পেমেন্ট করতে হবে । প্রোডাক্ট বুজে পেলে ডেলিভারি ম্যান থাকাকালীন প্রোডাক্ট চেক করে নিবেন, পরবর্তীতে কোন ক্ষতিগ্রস্ত বা হারানো অভিযোগ গ্রহণযোগ্য নয় । যদি কোন ক্ষতিগ্রস্ত বা হারানো অভিযোগ থাকে সে ক্ষেত্রে ডেলিভারি ম্যান থাকাকালীন কাস্টমার সার্ভিস নাম্বারে ( 01978701467 ) অথবা হোয়াটসঅ্যাপ বা ফেসবুক এর মাধ্যমে অভিযোগ করতে হবে । যাতে ডেলিভারি ম্যান প্রোডাক্টটি রিটার্ন নিতে পারে । ইনভেস্টিগেশন শেষে প্রোডাক্টটি আবার চেঞ্জ করে পাঠানো হবে অথবা কথাবার্তা সাপেক্ষে অর্ডার বাতিল করা হতে পারে। অগ্রিম পেমেন্ট এর ক্ষেত্রে ১০ দিনের মধ্যে পেমেন্ট রিটার্ন করা হবে । ১০ দিনের মধ্যে পেমেন্ট আর না হলে অপনশপ ডটকম কে অতি দ্রুত অভিযোগ করতে হবে ।।।।।।

ঘরে বসেই নিরাপদে শপিং করুন https://aponshop.com

আপনার সুস্থতা কামনা করছি আপনশপ ডটকমের সাথেই থাকুন ।

 

ধন্যবাদান্তে,
Aponshop.com

AponShop
Logo
Register New Account
Reset Password